মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। নবান্ন অভিযান রুখতে জেলাতেই বিজেপি কর্মীদের আটকে দিচ্ছে পুলিশ। পাল্টা বচসায় জড়াচ্ছে পদ্ম শিবিরও। বিজেপি কর্মীদের তাড়া, গ্রেফতারি বাদ যাচ্ছে না কিছুই।
‘পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব’ -এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার দিকে রওনা দিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, পুলিশ অন্যায়ভাবে আন্দোলন থামানোর চেষ্টা করছে। স্টেশন চত্বর থেকে বের করে দেওয়ার অভিযোগে বোলপুর স্টেশনের সামনেও বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।
সকালে রানিগঞ্জ স্টেশন থেকে কোল্ডফিল্ডে চেপে হাওড়া পৌঁছনোর কথা ছিল বিজেপি কর্মীদের। সকালে স্টেশন চত্বরে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হতেই পুলিশ গোটা স্টেশন ঘিরে ফেলে। বিজেপি কর্মীদের দাবি, ট্রেনে উঠতে বাধা দেয় পুলিশ। সে নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দলের কর্মীরা।
তিন দিক থেকে মিছিল নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে নামছে বিজেপি। বেলা ১টায় কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দান থেকে তিনটি মিছিল বেরোবে। এদিকে মিছিল আটকাতে কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে রেখেছে পুলিশও। জায়গায় জায়গায় গার্ডরেল, ব্যারিকেড বসানো হয়েছে। রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসানোর ছবিও দেখা গেছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকায়।