শীতের ধারা অব্যাহত উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৮.০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন আর পারদ নামেনি তেমন ব্যাপক পরিমানে যে তাপমাত্রা বেড়ে গিয়েছে এমনটাও নয়। মঙ্গলবার মোটামুটি শীতের আমেজ ভালো মতো অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কাঁথি ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, কাঁথি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সোমবার প্রায় ১৭’র কাছাকাছি পৌঁছে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার ফের কমল শহরের তাপমাত্রা। যদিও তা স্বাভাবিকের থেকে অল্প বেশি রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অর্থাৎ খুবই অল্প, তবু ফের পারদ নেমেছে শহরে।খুবই অল্প, তবু ফের পারদ নেমেছে শহরে, কারণ হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।