দেশের গর্ব নিয়ে কোনও রকমের আপস করবে না ভারত। রবিবার জম্মুর জনসংবাদ ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।পূর্ব লাদাখে চিন ও ভারতীয় সেনার মধ্যে চলতে থাকা উত্তেজনার আবহে রবিবার রাজনাথ জানিয়েছেন, দেশের গর্ব নিয়ে কোনও আপস করবে না সরকার।সঠিক সময় এই বিষয়ে সব কিছু জানানো হবে। কাউকে অন্ধকারে রাখা হবে না। ভারত ও চিনের মধ্যে সামরিক পর্যায় সমস্যা সমাধানের জন্য বৈঠক চলছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী চিন। সামরিক এবং কূটনৈতিক পর্যায় আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্বব। ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়েছেন, রাফাল বিমানের সংযুক্তিকরণ হলেই বায়ুসেনার শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে। জুলাই মাসেই তা চলে আসবে। আত্মরক্ষার জন্যই ভারত এই পদক্ষেপ নিয়েছে। কোনও রাষ্ট্র কে আক্রমণ করা ভারতের ইচ্ছে নেই। প্রতিকূলতার বিরুদ্ধে বিজেপি যে বারবার জিতেছে সেই প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ জানিয়েছেন, ১৯৮৪ নির্বাচনে বিজেপি মাত্র দুইটি আসন পেয়েছিল।সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। করোনার জন্য যে দেশ ও দুনিয়ার সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে তা মনে করিয়ে দিয়েছেন রাজনাথ। আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ বলেন, বিদেশ থেকে আমদানি করার পরিমাণ আগামী দিনে কমিয়ে দেওয়া হবে। ভারতের পরিচয় রফতানিকারি দেশ হিসেবে হোক।সেই লক্ষ্যেই কাজ করে চলেছে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য অঙ্গীকারবন্ধ ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও আগামী দিনে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.