করোনার দ্বিতীয় ঢেউ থেকে বিহারকে বাঁচাতে কঠোর হলেন নীতীশ কুমার। করোনা-সংক্রমণে রাশ টানতে ও রাজ্যবাসীকে মারণ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে আগামী ১৫ মে অবধি বিহারে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে নীতীশ কুমার জানিয়েছেন, “সোমবার রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত আগামী ১৫ মে অবধি বিহারে লকডাউন লাগু থাকবে।”
নীতীশ কুমার আরও জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকেই ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনার আগ্রাসনে জর্জরিত বিহার। সোমবারই বিহারে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১১,৪০৭ জন এবং মৃত্যু হয়েছে ৮২ জনের। এই বাড়বাড়ন্ত রুখতেই লকডাউনের সিদ্ধান্ত নিল নীতীশ কুমার সরকার।
2021-05-04