BIG BREAKING: মিশে যাচ্ছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্য়াংক

বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের কথা ঘোষণা করল অর্থমন্ত্রক৷ অর্থমন্ত্রীর ঘোষণা মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করা হচ্ছে৷ এর মধ্যে রয়েছে কানাড়া ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, কর্পোরেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া, ইণ্ডিয়ান ব্যাংক, এলাহাবাদ ব্যাংক৷

শুক্রবার অর্থমন্ত্রী জানান, ইণ্ডিয়ান ব্যাংক মিশে যাবে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে, পিএনবি, ওবিসি ও ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া মিশে যাচ্ছে এক সাথে৷ এক্ষেত্রে মূল ব্যাংক হবে পিএনবি৷ ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক ও কর্পোরেট ব্য়াংক মিশে যাচ্ছে৷ বলা হয়েছে ২৭টি ব্যাংকের জায়গায় এক ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে ১২টি ব্যাংককে৷

১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিলে যাচ্ছে ৪টি ব্যাংকে৷ ইতিমধ্যেই বিরোধিতার ঝড় উঠছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে৷

কেন্দ্র সরকার ব্যাংকের বেসরকারি করণের পথে হাঁটতে চাইছে বলে অভিযোগ উঠছে৷ গত বছরই বিজয়া ব্যাংক ও দেনা ব্যাংকের সংযুক্তিকরণের পক্ষে সায় দেয় কেন্দ্র৷ এই দুটি ব্যাংক মিশে যায় ব্যাংক অফ বরোদায়৷ ২০১৯ সালের পয়লা এপ্রিল থেকে এই নির্দেশ জারি করা হয়৷ ২০১৭ সালে স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া এর পাঁচটি শাখা ব্যাংকের সংযুক্তিকরণ ঘটায়৷ এর মধ্যে ছিল ভারতীয় মহিলা ব্যাংকও৷

ব্যাংকের আর্থিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই লক্ষ্য কেন্দ্রের৷ এমনই শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.