দেশের আর্থিক অবস্থার হাল ফেরাতে নরেন্দ্র মোদি সরকার যে বদ্ধপরিকর তা বোঝা গেল আয়কর সীমা ছাড়ের ঘোষণা দেখে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) এর বাজেট থেকে কর কাঠামো বেশকিছু পরিবর্তন করা হয়েছে। মধ্যবিত্তের জন্য সুরাহার খবর বটে। ভারতীয় অর্থনীতির হাল ফেরাতে অর্থনীতিবিদদের দেওয়াই ছিল ক্রয় ক্ষমতা বাড়াতে হবে দেশের মানুষের। সে পথেই হেঁটে দেশের মধ্যবিত্ত জনতাকে ক্ষেত্রে ছাড় দিয়েছেন নির্মলা।
নতুন কর ব্যবস্থায় বছরে ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ। বছরে ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। বছরে ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর। বছরে ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ কর। বছরে ১২.৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর কমে ২৫ শতাংশ। বছরে ১৫ লক্ষ টাকা বেশি আয়ের ক্ষেত্রে কর আগের মতোই ৩০ শতাংশ।