জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাস-নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সুগান এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে শোপিয়ান জেলার জাইনাপোরা সুগান এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন লুকিয়ে সুরক্ষা বাহিনীর জওয়ানদের নিশানা করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু, সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। অনেক রাত পর্যন্ত চলতে থাকে অভিযান।
পরে রাতের অন্ধকারের জন্য অভিযান বন্ধ রক্ষা হয়। এরপর বুধবার ভোর থেকে পুনরায় শুরু হয় সন্ত্রাসবাদী-নিকেশ অভিযান। বুধবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পরই এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।