কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার শ্রীনগরের উপকণ্ঠে খানমোহ এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। এনকাউন্টারে নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানা যায়নি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিরা আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চালিয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর ও অন্যান্য সুরক্ষা বাহিনী।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরে উপকণ্ঠে খানমোহ এলাকায় সোমবার সকালে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। কয়েক ঘন্টা গুলির লড়াইয়ের পর নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, খানমোহ এনকাউন্টারে দু’জন জঙ্গি নিকেশ হয়েছে। নিহত জঙ্গিরা আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। এখনও অভিযান চলছে।
2021-05-17