রাতভর অভিযানের পর সাফল্য। শ্রীনগরের উপকণ্ঠে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। শ্রীনগর জেলার হোকারসার এলাকার ঘটনা। নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য, তা জানা যায়নি। এনকাউন্টার শেষে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর জেলার হোকারসার এলাকায় জঙ্গিদের গতিবিধি বেড়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ০২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ।
যৌথ অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যৌথ বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দেয়। এরইমধ্যে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু, জঙ্গিরা আত্মসমর্পণ করেনি। রাতের অন্ধকারের কারণে সাময়িকের জন্য অভিযান বন্ধ রাখা হয়। তবে, জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য সতর্ক ছিল সুরক্ষা বাহিনী। বুধবার ভোর থেকে পুনরায় গুলির লড়াই শুরু হলে নিকেশ হয়েছে একজন জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
2020-12-30