কাশ্মীর (Kashmir) উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু (Jammu) ও কাশ্মীরের (Kashmir) পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার, পাম্পোরে এলাকার মীজ গ্রামের ঘটনা। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাত থেকেই পুলওয়ামা জেলার অবন্তীপোরার পাম্পোরে এলাকার মীজ গ্রামে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, বুধবার রাতে পাম্পোরে এলাকার মীজ গ্রামে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। মসজিদ সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। গুলির লড়াই এবং গ্রেনেড ছোঁড়ার পরই মসজিদে গিয়ে সম্ভবত লুকিয়ে যায় জঙ্গিরা। এরপরই গুলির লড়াই শুরু হয়। সারারাত গুলির লড়াই চলার পর, বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।