জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিকেশ দুই জঙ্গি।
সোমবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের মেলহরা বিজবেহারায় যৌথ অভিযান চালায় সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল
অপারেশন গ্রুপের জওয়ানরা। গোটা এলাকাটিকে দিয়ে ঘিরে ধরে চলে তল্লাশি অভিযান। সামরিক
পরিভাষা এই ধরনের অভিযান কর্ডন অর্ডার এন্ড সার্চ অপারেশান বলা হয়। অর্থাৎ গোটা এলাকাটি ঘিরে ধরে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালীন সোমবার রাতেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। সেই রাতেই নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়।
পরে আরও বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। সারারাত ধরে চলে অভিযান। মঙ্গলবার সকালে
সূর্যের আলো ফোঁটা মাত্র ফের শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই এদিন সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অপর এক জঙ্গির
মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে শোপিয়ানে নিকেশ দুই জঙ্গি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান এখনো চলছে বলে জানা গিয়েছে।