দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অনন্তনাগ জেলার রুনিপোরা এলাকার খুলচোহার গ্রামে যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলাকালীন খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গুলির লড়াই শেষে উদ্ধার করা হয়েছে একটি একে রাইফেল এবং দু’টি পিস্তল।
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার রুনিপোরা এলাকার খুলচোহার গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই খুলচোহার গ্রামে জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অভিযান চলাকালীন যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়। বেশ কিছুক্ষণের গুলি বিনিময়ের পরই নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি।
পুরোপুরি সন্ত্রাস-মুক্ত জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা : ডিজিপি
আরও একবার সন্ত্রাস-মুক্ত হল জম্মু জোন-এর ডোডা জেলা। সোমবার এই সুখবর জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত জঙ্গি-নিকেশ অভিযানে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার খুলচোহার এলাকায় নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে দু’জন লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য (একজন জেলা কমান্ডার) ছিল, এছাড়াও নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদ।
অনন্তনাগ-এনকাউন্টারে ৩ জন জঙ্গির মৃত্যুর খবর জানানোর পর, জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, আরও একবার সন্ত্রাস-মুক্ত হল জম্মু জোন-এর ডোডা জেলা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন প্রান্তে লাগাতার সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। সন্ত্রাস-মুক্ত হচ্ছে একের পর এক জেলা।