জিহাদি আক্রমণে জেরবার নাইজেরিয়া

জিহাদি আক্রমণে জেরবার নাইজেরিয়া। নাইজেরিয়ার কাদুনা রাজ্যের( Kaduna State) কিগান (Kigan) গ্রামে ২২ জন নিরাপরাধ চাষীদের হত্যা করলো জিহাদিরা।

চাষীরা প্রত্যেকেই খ্রীষ্টান সম্প্রদায়ের। এই হামলা চালায় কুখ্যাত বোকো হারাম (Boko Haram) জঙ্গিদের ছোট জাত ফুলানি (Fulani) জঙ্গীগোষ্ঠী।

কাদুনা স্টেট পুলিশ কম্যান্ড (Kaduna State Police Command) থেকে জানানো হয়েছে যে এই আক্রমণের ফলে পাশ্ববর্তী শহর বাসাতেও (Bassa) খ্রীষ্টান ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে।

এদিকে ইন্টারন্যাশনাল কমিটি অন নাইজেরিয়া র (International Committee on Nigeria) কো- ফাউন্ডার (Co-founder) কাইল অবটস (Kyle Abts) জানান , ” নাইজেরিয়ার অবস্থা খুব খারাপ।প্রত্যেকদিন পরিকল্পনা করে খ্রীষ্টানদের হত্যা করছে জিহাদিরা, নারী শিশুরাও বাদ যাচ্ছেনা।”

সাদার্ন কাদুনা পিপলস ইউনিয়নের (Southern Kaduna People ‘s Union) প্রেসিডেন্ট জনাথন আসাকে (Jonathon Asake) জানালেন, ” নাইজেরিয়াতে এখন শত শত খ্রীষ্টানদের বাড়ি, স্কুল, কলেজ পুড়ছে ইসলামিক জঙ্গি তথা জিহাদিদের সৌজন্যে। হয়তো আমরা সেক্যুলার হওয়ার মূল্য দিচ্ছি।”

প্রসঙ্গত , মাত্র সাত দিনে এই চতুর্থ বার হামলা হলো নাইজেরিয়াতে। জিহাদিদের ইস্তাহারে বলাই আছে নাইজেরিয়াকে ইসলামিক রাষ্ট্র না বানানো পর্যন্ত এই ‘ পবিত্র ‘ হত্যালীলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.