এর্নাকুলামের এনআইএ কোর্ট ছয় জন আইসিস জিহাদীকে কারাদণ্ডে দণ্ডিত করল

এর্নাকুলামের এনআইএ কোর্ট আইসিসের ওমর আল-হিন্দি কেসে ছয় জন আইসিস জিহাদীকে কারাদণ্ডে দণ্ডিত করল। মহম্মদ মাহমুদ, স্বালি মোহাম্মদ, রসিদ আলি, রামশাদ এনকে, সাফবন প এবং মৈনুদ্দিন পিকেকে যথাক্রমে চোদ্দ, দশ, সাত তিন, আট ও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.