NIA এর নজরে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ও উত্তর ২৪ পরগনা।
জাতীয় নিরাপত্তা সংস্থার আধিকারিকরা ওই সমস্ত জেলার গ্রামীণ এলাকায় বসবাসকারী সন্দেহভাজন যুবকেদের খোঁজ নেওয়া শুরু করেছেন। তদন্তে প্রকাশ এইসব যুবকদের সঙ্গে সরাসরি একাধিক নিষিদ্ধ পাকিস্তানি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং সেই সূত্রে বহু টাকার লেনদেনের খবরও পাওয়া যাচ্ছে ।
কয়েকদিন আগেই রাতেই হুগলি জেলার তারকেশ্বরে এনআইএর গোয়েন্দারা তল্লাশি চালান দুই জঙ্গির খোঁজে, যদিও তারা এখনো পর্যন্ত অধরা।
এনআইএ সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে তারা জানতে পারেন, হাওড়ার গ্রামীণ, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার একাধিক যুবকের গতিবিধি অস্বাভাবিক । তারকেশ্বরের আল কায়েদার পলাতক জঙ্গি সাদ্দাম ও নাজিমের ব্যাঙ্ক অ্যাক্যাউন্টে সরাসরি পাকিস্তানের একটি ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট থেকে একাধিকবার লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে বলে এন আই এর সূত্রে খবর ।
মনে করা হচ্ছে লকডাউন উঠে যেতে পারে এটা জানতে পেরেই আবার স্লীপের সেলে লোকজন ভর্তির জন্য উঠে পড়ে লেগেছে জঙ্গি সংগঠনগুলো ৷
তদন্তকারী সংস্থার দাবি, হাওড়ার গ্রামীণ, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায় একাধিক যুবক-যুবতী গোপনে হাত মেলাচ্ছে অনৈতিক কাজকর্মের সঙ্গে৷