নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই আগামী বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। ঠিক হয়েছে ওই পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান । তাঁর বক্তব্য, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই যাতে জয়েন্ট পরীক্ষা এবং কাউন্সেলিং কাজ সেরে নেওয়া যায় কি না, তা দেখতে হবে।
যেভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা , তাতে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে যাবে। সাধারণত দেখা যায় এপ্রিলের তৃতীয় সপ্তাহে এই পরীক্ষা হতে। স্বভাবত প্রশ্ন উঠেছে এ ভাবে পরীক্ষা এগিয়ে আনায় পড়ুয়াদের উপর কি বাড়তি চাপ তৈরি হবে কি না?
তবে পরীক্ষা যে এগোচ্ছে ইতিমধ্যেই সেই আভাস মিলেছিল। কারণ, যে প্রক্রিয়া নভেম্বর-ডিসেম্বরে শুরু হতো সেটা পুজোর আগেই সেরে ফেলেছে বোর্ড। তা হল, কোনও বিশ্ববিদ্যালয়ে কী যোগ্যতামান হবে সেটা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। সেই মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি তা পাঠিয়েও দিয়েছে। যাতে অযথা আসন খালি না থাকে সে কথা ভেবেই এমন বেনজির পদক্ষেপ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ইঞ্জিনিয়ারিং কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সঙ্গে রিভিউ বৈঠকে বছরের পর বছর বিপুল সংখ্যক আসন খালি থাকার প্রসঙ্গে তোলেন এবং তাঁর উদ্বেগের কথা ব্যক্ত করেছিলেন। সেই সমস্যা মেটাতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই জয়েন্ট পরীক্ষা এবং কাউন্সেলিং শেষ করার ভাবা হয়ে ছিল। বিষয়টি জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহাকে দেখতে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।