গতকালের তুলনায় বিশেষ হেরফের হয়নি ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যায়। যদিও দৈনিক সুস্থতার সংখ্যা খানিকটা কমেছে। অবশ্য তাতেও গত দেড় মাসের ট্রেন্ডে কোনও বদল হয়নি। ফের দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ভারতের মাত্র ৮ রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। তার মধ্যে মহারাষ্ট্র বাদে বাকি সাত রাজ্যে বৃদ্ধি খুব অল্প।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৫২ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৩১ জানুয়ারি, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার ১৮৩ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৬৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৪ লাখ ২৩ হাজার ১২৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯৯ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৮৪ জন। মোট আক্রান্তের ১.৫৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতের মাত্র ৮ রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। তারমধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অ্যাকটিভ রোগী বেড়েছে ১০৫৩ জন। বাকি যে সাত রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে সেগুলি হল পাঞ্জাব (৭০ জন), হিমাচল প্রদেশ (৪০ জন), গোয়া (১৭ জন), পুদুচ্চেরি (১১ জন), লাদাখ (২ জন), অরুণাচল প্রদেশ (১ জন) ও মিজোরাম (১ জন)। বাকি সব রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।