ভারতে গত প্রায় দু’মাস ধরে দৈনিক আক্রান্তের থেকে বেশি হচ্ছিল দৈনিক সুস্থতার সংখ্যা। আর তার ফলে লাগাতার কমছিল অ্যাকটিভ রোগীর সংখ্যা। কিন্তু গত ২৪ ঘণ্টায় ছবিটা একটু আলাদা। রবিবার দৈনিক সুস্থতার থেকে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণ যত না বেড়েছে তার থেকে অনেক কমেছে সুস্থতার সংখ্যা। আর তার ফলে অনেক দিন পরে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমার বদলে বেড়েছে। যদিও সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যু আরও কমেছে দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৫৯ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৭ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ২৬ হাজার ৩৬৩ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯৯৬ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৩ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৮০৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৫ লাখ ২২ হাজার ৬০১ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৭৬৬ জন। মোট আক্রান্তের ১.৩৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
গত ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে টিকাকরণ। ২২ দিনে ৫৭ লাখ ৭৫ হাজার ৩২২ জনকে টিকা দেওয়া হয়েছে। অগস্টের মধ্যে ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।