পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার সিকিম সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও চিনা সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ল। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কিছু জওয়ান আহত বলে খবর।
সেনা সূত্রে খবর, গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। সিকিম সীমান্তে নাকু লা দিয়ে ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চিনা সেনা। কিন্তু তৎপর ছিল ভারতীয় সেনা। ভারতীয় জওয়ানরা রুখে দাঁড়ালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পরে অবশ্য পিছু হটে চিনের পিপলস লিবারেশন আর্মি।
সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, যেভাবে গালওয়ান সীমান্তে ভারতীয় জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালিয়েছিল চিনা সেনা, সেই একই কায়দায় নাকু লা-য় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে তারা। আগের বার চমক খেলেও এক্ষেত্রে তৈরি ছিল ভারতীয় সেনা। তাই তারা রুখে দাঁড়ায়। তারপরেই শুরু হয় সংঘর্ষ।
সূত্রের খবর, এই হামলায় চিনের অন্তত ২০ জওয়ান আহত হয়েছে। অন্যদিকে ভারতেরও অন্তত চার জওয়ান আহত। তবে অবশেষে পিছু হটতে হয়েছে চিনকে। এখনও সেখানকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে বলে খবর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে খবর। আবহাওয়া খারাপ হলেও নজরদারি চালাচ্ছেন তাঁরা। কোনও ভাবেই যাতে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেদিকে তৎপর ভারতীয় জওয়ানরা।
গত ১৫ জুন গালওয়ানে ভারতীয় সেনার উপর চিনা সেনার অতর্কিত হামলায় ২০ ভারতীয় জওয়ান শহিদ হন। পিপলস লিবারেশন আর্মিরও একাধিক জওয়ান নিহত হয় বলে খবর। তারপর থেকে সীমান্তে উত্তেজনা কমানোর জন্য ইতিমধ্যেই ন’বার সেনার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তাছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক স্তরেও আলোচনায় বসেছে দু’দেশ। কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মধ্যেই এবার চিনা সেনার এই অনুপ্রবেশের চেষ্টা দু’দেশের মধ্যেকার সম্পর্ক যে আরও খারাপ করল তা বলাই বাহুল্য।