ভারতে এই মুহূর্তে কোভিড সংক্রমণের ছবিটা প্রায় একই রকমের। দৈনিক সংক্রমণ ১৮ হাজারের ঘরেই ঘোরাফেরা করছে। অন্যদিকে রোজই দৈনিক সুস্থতার সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে বেশি হচ্ছে। তার ফলে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ১০ জানুয়ারি, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫০ হাজার ২৮৪ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৯৯৯ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৯৯ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৭৫ হাজার ৯৫০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৪২ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৩৩৫ জন। মোট আক্রান্তের ২.১৪ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
তবে সামগ্রিক চিত্র এই ধরনের হলেও বদল হয়েছে রাজ্যভিত্তিক ছবিতে। সবার আগে যে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল সেই কেরলেই বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা সবথেকে বেশি। দক্ষিণের এই রাজ্যে এই মুহূর্তে ৬৪ হাজার ৫১৬ জন অ্যাকটিভ রোগী রয়েছেন। তার পরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৪ হাজার ১২৯ জন। উত্তরপ্রদেশ তিনে। যোগীরাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ২২১ জন।
দৈনিক মৃত্যুর সংখ্যায় অবশ্য শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। কেরলে মারা গিয়েছে ২২ জন। দৈনিক মৃত্যুতে তিন নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের।