দেশে ৪৫ হাজারে নামল দৈনিক সংক্রমণ, মোট আক্রান্ত ৮৫ লাখ পার

 পরপর বেশ কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা কমতে কমতে শনিবার তা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছিল। অবশ্য পরের দিনই তা ফের একবার কমল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজারের কিছু বেশি। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ পেরিয়ে গিয়েছে। তবে কমেছে দৈনিক মৃত্যু। গতকাল দৈনিক মৃত্যু ছিল ৫৭৭। গত ২৪ ঘণ্টায় তা আরও কমেছে। অবশ্য এখনও দৈনিক আক্রান্তের থেকে বেশি দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৭৮ লাখ ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৮ নভেম্বর, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন।

বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১২১ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৮ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৪৯ হাজার ৮২ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৭৮ লাখ ৬৮ হাজার ৯৬৮ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯২.৪৯ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৬৬৫ জন। মোট আক্রান্তের ৬.০৩ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৪ হাজার ২৭৩ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ৪৫ হাজার ১১৫ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯০ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ জন।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটক। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ১৪৭ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৬৯ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ৭৩০ জন। মৃত্যু হয়েছে ৬৭৭৯ জনের। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪১ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩২৪ জনের। পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ৭১৮০ জনের। ছ’নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৯১২ জনের।

মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০ লাখের বেশি। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৬৬ হাজার ৮৪৩ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৪.৩৯ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৮৮ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭০.৩১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.