ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা এনকাউন্টারের পরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার লেলহার এলাকায় নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করেছে দুই জঙ্গি। তাদের মধ্যে একজন জঙ্গি আহত হয়েছে বলে খবর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের কাছে দুটি একে ৪৭ ছিল বলে খবর।
কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, “পুলওয়ামার লেলহারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের পরে দুই জঙ্গিই দুটি একে ৪৭ রাইফেল নিয়ে আত্মসমর্পণ করেছে। এনকাউন্টারে একজন জঙ্গি আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
সেনা সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ শুরু হয় এই এনকাউন্টার। তারপর বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলার পরে দুই জঙ্গি ধরা দেয়। তবে তারা কোন জঙ্গি গোষ্ঠীর সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তারক্ষীরা। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানার জন্য টহল দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
এদিক শুক্রবারই পুলওয়ামার অবন্তিপোরাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিনের তিন জঙ্গি খতম হয়েছে বলে খবর। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, “পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানরা মিলে অবন্তিপোরাতে জঙ্গিদের ঘিরে ফেলে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু জঙ্গিরা তাতে রাজি না হয়ে গ্রেনেড ছুড়তে শুরু করে। তারপরেই এনকাউন্টার শুরু হয়। বেশ কিছুক্ষণের লড়াইয়ের পরে তিন জঙ্গিই নিহত হয়েছে। তারা সবাই হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে।”