গত কয়েক সপ্তাহে সবথেকে কম ২০ হাজার পর্যন্ত নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা আরও নীচে নেমে গেল। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক সংক্রমণের থেকে দৈনিক সুস্থতার সংখ্যা ছিল মাত্র ১ বেশি। কিন্তু এদিন দৈনিক সুস্থতার সংখ্যা ২১ হাজারের বেশি। এর ফলে সুস্থতার হার ৯৬ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। সেইসঙ্গে আরও খানিকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৭৩২ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৭ ডিসেম্বর, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮৫০ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ২৭৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬২২ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৪৩০ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৫.৮২ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬৯০ জন। মোট আক্রান্তের ২.৭৪ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটক। তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। ছ’নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ।
এখনও পর্যন্ত ভারতে মোট ১৬ কোটি ৮১ লাখ ২ হাজার ৬৫৭ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৪৩ হাজার ৩৬৮ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।