শুক্রবার কাক ভোর থেকে সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই শুরু হয়েছে কাশ্মীরের পুলওয়ামায়। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভারতীয় সেনা এবং পুলওয়ামা জেলা পুলিশ– যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।
হিনজিন গ্রামে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। গোপন সূত্রে খবর আসে যৌথ বাহিনীর কাছে। জঙ্গিরা জড়ো হয়েছে খবর পাওয়ার পরেই সেখানে তল্লাশি অভিযানে যায় বাহিনী।
পুলিশ জানাচ্ছে, হিনজিন গ্রামে যৌথ বাহিনী পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। তবে সকাল সাড়ে সাতটার খবর প্রায় দুঘণ্টার বেশি সময় ধরে দুপক্ষের গুলির লড়াই চলছে।
দুদিন আগেই কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। তবে এদিন যে ভাবে টানা দীর্ঘ সময় ধরে গুলি চালাচ্ছে জঙ্গিরা তাতে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে জড়ো হয়েছিল তারা।