টোকিও প্যারাঅলিম্পিকে ইতিহাসে গড়লেন ভারতের ভাবিনাবেন পটেল। রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেশ সাতসকালেই টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারাঅলিম্পিকে এটাই ভারতের প্রথম পদক জয়। এদিন চিনের ঝাও ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)।
এদিন প্রথম গেমেই চিনের ঝাও ইংয়ের কাছে ৭-১১ ব্যবধানে পিছিয়ে যান ভাবিনা। ফাইনালে প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন চিনা প্রতিপক্ষ। তাঁর ব্যাকহ্যান্ডের কোনও প্রত্যুত্তর ছিল না ভাবিনার কাছে। যার ফলে শুরু থেকেই একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি।
দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন ঝাও ইং। ৫-১১ ব্যবধানে এই সেটটিও হেরে যান ভাবিনাবেন। চিনা প্রতিপক্ষের ফাইনাল জিতে সোনা জয় করা তখন স্রেফ সময়ের অপেক্ষা।
ফাইনালের আগে একের পর এক হার্ডল টপকে, তাবড় তাবড় খেলোয়াড়কে হারিয়ে সোনা জয়ের এত কাছে এসেও ভাবিনাবেন শেষ বাধাটা টপকাতে পারলেন না। ৬-১১ ব্যবধানে শেষ গেম হেরে গেলেন তিনি। তবে ভারতকে প্যারাঅলিম্পিকে প্রথম পদক এনে দিলেন তিনি, এই বা কম কিসের! সোনা না পেলেও রুপো জিতলেন ভারতের ‘সোনার মেয়ে’।
ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ভাবিনা প্যাটেল ইতিহাস লিখেছেন। ঐতিহাসিক রুপোর মেডেল তিনি ঘরে আনছেন। এর জন্য ওঁকে অভিনন্দন। ওঁর জীবনের কাহিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।