মৌসুমী বায়ু নিয়ে আশার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছে গিয়েছে। তা উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তা আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ২২ মে পর্যন্ত নিকোবর দ্বীপপুঞ্জে হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
উত্তর আন্দামান সাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ২২ মের মধ্যে ৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হয়েছে। আগামী ৫ দিনের জন্য উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব কটি জেলার জন্য বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল কেরলে মৌসুমী বায়ু ঢুকতে পারে ৬ জুন। সাধারণ সময়ের থেকে ৫ দিন পরে।