বিশ্ব যোগ দিবসে টুইটারে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের ছবি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাতে দেখা যায়, কুকুরগুলি তাদের প্রশিক্ষকদের যোগ ব্যায়ামের ভঙ্গি নকল করছে। ছবির নীচে রাহুল লিখেছেন, নিউ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিউ ইন্ডিয়া’ ভিশনকে কটাক্ষ করেছেন তিনি। টুইটারে এই ছবি দেখেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, কংগ্রেস সব সময় নেতিবাচক মনোভাব নিয়ে চলে।
অমিত শাহ টুইট করেছেন, আজ তারা তিন তালাকের মধ্যযুগীয় প্রথা সমর্থন করে নেতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছে। এরপরে তারা যোগ দিবস নিয়েও বিদ্রুপ করেছে। আমাদের সেনাবাহিনীকে অসম্মান করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও পালটা টুইট করে বলেছেন, রাহুলজি, আপনাকে যথাযথ সম্মান দিয়েই বলছি, তাঁরা ভারতীয় সেনার সদস্য হিসাবে গর্বিত। দেশের নিরাপত্তার জন্য তাঁরা অবদান রেখে চলেছেন।
কুকুরদের ছবিটি প্রথমে প্রতিরক্ষা মন্ত্রকের টুইটারে প্রকাশ করা হয়েছিল। রাহুল টুইটারে ওই ছবি পোস্ট করার পরে তাতে ১৭ হাজার লাইক পড়েছে। তবে কংগ্রেস সভাপতির মন্তব্যে অসন্তুষ্টও হয়েছেন অনেকে।
শুক্রবার অরুণাচল প্রদেশের লোহিত নদীর তীরে আসন করেছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ। তাদের সঙ্গে অ্যানিমাল ট্রেনিং স্কুলের কুকুররাও ছিল। জম্মুতে বিএসএফের কুকুরগুলিকে তাদের ট্রেনারদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা যায়।