চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন, ৭ জানুয়ারি অবধি ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞা

ব্রিটেনে লাগামহীন ভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি), আর তা নিয়ে আতঙ্ক বিরাজমান ইউরোপে। নয়া বিপদ থেকে বাঁচতে ব্রিটেনে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে একাধিক প্রতিবেশী দেশ। এবার ভারতও ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞা জারি করল। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনে যাওয়া ও আসার সমস্ত বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনে যাওয়া ও আসা বিমানে সাময়িক স্থগিতাদেশ থাকবে।’
মঙ্গলবার ছিল ৬। বুধবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০। ব্রিটেন থেকে ভারতে আগত মোট ২০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। এই ২০ জনের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেই ৬ জনের শরীরে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। এছাড়াও এনসিডিসি দিল্লিতে ৮ জন, এনআইবিজি কল্যাণী (কলকতার কাছে)-তে একজন, এনআইভি পুণে-তে একজন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল হেলথ এন্ড নিউরো-সায়েন্সেস-এ ৭ জন, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজি (সিসিএমবি)-তে দু’জন এবং আইজিআইবি-তে একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.