মেট্রো রেলের ইতিহাসে নজির। সোমবার দিল্লি মেট্রোয় চালকবিহীন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সোমবার চালকবিহীন এই রেকটি দিল্লি মেট্রোর জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ছুটবে। মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম দেশে চালকবিহীন রেক ছুটবে।
মেট্রোর মুকুটে নয়া পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সোমবার অভূতপূর্ব এই তৎপরতার সূচনা। চালকবিহীন মেট্রো রেল পরিষেবার উদ্বোদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যা নিয়ে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। পিএমও থেকে আগেই বিবৃতি জারি করে জানানো হয়েছিল, দেশের পরিবহণ ব্যবস্থায় আরও গতি আনবে মেট্রো রেলের এই তৎপরতা।
ভারতের ইতিহাসে প্রথমবার হলেও আগেই বিশ্বের একাধিক দেশে চালকবিহীন ট্রেন চলার নজির রয়েছে। দেশেও এই পরিষেবা আনার ব্যাপারে দীর্ঘদিন ধরেই তৎপরতা নেওয়া হচ্ছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে।
এদিকে, দিল্লি মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, আপাতত ম্যাগেন্টা লাইনে চালকবিহীন রেক চালানো হবে। একটানা কয়েকমাস ধরে এভাবেই ট্রেন চালানো হবে।
ম্যাগেন্টা লাইনে কয়েকমাস সফলভাবে এই ট্রেন চালানো গেলে আগামিদিনে পিঙ্ক লাইনেও একইভাবে এই ট্রেন চালানো যাবে। তবে সেক্ষেত্রে ২০২১ সালের মাঝামাঝি সময় বা শেষের দিকে দিল্লিতে চালকবিহীন এই মেট্রো পিঙ্ক লাইনে চালানো হবে।