করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং সেই ঢেউয়ে সবথেকে বেশি ক্ষতি হতে পারে শিশুদের বলেই মনে করা হচ্ছে। কিন্তু শিশুদের জন্য এখনও পর্যন্ত বার হয়নি কোনো ভ্যাকসিন। যে ৩ টি ভ্যাকসিন বাজারে রয়েছে, কোভ্যাকসিন, কোভিশিল্ড বা রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি, এগুলি ব্যবহার হচ্ছে আঠারো ও তার ঊর্ধ্বদের ক্ষেত্রে। এবার করোনার থাবা থেকে শিশুদের রক্ষা করার জন্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে নয়াদিল্লি এইমস।
সোমবার থেকে এই টিকাকরণের স্ক্রিনিং শুরু হবে। রবিবার পাটনা এইমসেও শিশুদের ওপর টিকাকরণের ট্রায়ালের স্ক্রিনিং শুরু হয়েছিল। আজ থেকে শুরু হচ্ছে নয়াদিল্লি এইমসেও। মে মাসের শুরুতেই কেন্দ্র থেকে অনুমতি দিয়েছিল শিশুদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার জন্য। অবশেষে শুরু হল এই ট্রায়াল। নীতি আয়োগের অন্যতম সদস্য ডাক্তার ভিকে পাল জানিয়েছেন, দুই থেকে তিনটি পর্বে শিশুদের ওপর ভ্যাকসিন ট্রায়াল শুরু হবে।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে থেকেই সতর্ক সমস্ত দেশ। ইতিমধ্যেই কানাডা এবং আমেরিকা ফাইজারের টিকা শিশুদের ওপর প্রয়োগ করতে শুরু করেছে। পাশাপাশি চিনও সিনোভ্যাকের দুটি টিকা দিচ্ছে শিশুদের।
2021-06-08