দেশে করোনার দ্বিতীয় স্ট্রেন। কপালে চিন্তার ভাঁজ আমজনতার। এদিকে করোনার উদ্বেগজনক বাড়তে আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে টিকাকরণ উৎসব শুরু। ১৪ এপ্রিল পর্যন্ত এই টিকাকরণ চলবে। দেশে এই প্রথমবার ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো দেড় লক্ষের গন্ডি। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সংখ্যানে জানা যাচ্ছে, ২৪ ঘন্টায় বেড়ে ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে সবথেকে বেশি বলা বাহুল্য। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব ,কর্ণাটক, হরিয়ানা এই জায়গাগুলোতেও বাড়ছে করোনা। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৮৩৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫ জন। এই সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জন। রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
2021-04-11