এবার বাজারে আসতে চলেছে ২০ টাকার নোট৷ রিজার্ভ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। নতুন নোট কেমন দেখতে হবে এবং তার বিশেষত্ব কী কী হবে, তা-ও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নতুন নোটে রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকবে৷ নোটের পিছনে থাকবে ইলোরা গুহার ছবি ৷

মহাত্মা গান্ধীর সিরিজের এই নতুন নোটের রং হবে হালকা সবুজ, সঙ্গে হলুদ মেশানো৷ দেশবাসীর শঙ্কা দূর করে আরবিআই জানিয়েছে যে নতুন নোট আসার পরও পুরনো নোট বাজারে বৈধ থাকবে৷ নোটের সামনের দিকে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। এই ছবিটা থাকবে ঠিক নোটের মাঝখানে৷ সাইডে নোটের পরিমাণ হিন্দি এবং ইংরেজিতে লেখা থাকবে৷

এই নোট ‘RBI’, ‘ভারত’, ‘INDIA’ ও ‘২০’ মাইক্রো অক্ষরে লেখা থাকবে৷ সিকিউরিটি স্ট্রিপে ‘ভারত’ ও ‘আরবিআই’ কথা লেখা থাকবে৷ নোটের ডান দিকে থাকবে অশোক স্তম্ভ৷ নোটের পিছনে বাম দিকে বছর এবং ‘স্বচ্ছ ভারত’ লেখা থাকবে৷ নোটটি ৬৩ মিমি চওড়া ও ১২৯ মিমি লম্বা হবে বলেও রিজার্ভ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.