ভারতে সস্তায় মোবাইল-অনলি প্ল্যান বা ডেটা-প্ল্যান লঞ্চ করতে চলেছে নেটফ্লিক্স। চলতি বছরেই এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে এই সংস্থা, এমনটাই জানা গিয়েছে। বুধবার নেটফ্লিক্স জানিয়েছে, এই মোবাইল-অনলি প্ল্যান ভারতের সবচেয়ে কম মূল্যের মোবাইল হিসেবে বাজারে আসবে।
আমাজনের প্রাইম ভিডিও এবং হট স্টারের মত সংস্থাগুলিকে টেক্কা দিতেই তাদের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে৷
নিজেদের প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করতে আরও এক নতুন পরিকল্পনা নিতে চলেছে নেটফ্লিক্স। গত মার্চেই এই বিষয়ে সংস্থার ভিডিও স্ট্রিমিং পাইয়োনিয়ার বলেছেন, “ভারতে মাসে ২৫০ টাকা করে দিতে হবে আমাদের পরিষেবার জন্য। কিছু মাস পরীক্ষা-নিরীক্ষার পরে আমরা মনোস্থির করেছি, আমরা কম দামে ভারতে মোবাইল স্ক্রিন প্ল্যান নিয়ে আসব।” এই কথাই নিজেদের শেয়ার হোল্ডারদের এক চিঠি মারফৎ জানিয়ে দিয়েছে নেটফ্লিক্স।
তারা আরও জানিয়েছে, “আমরা বিশ্বাস করি এই পরিকল্পনা চলতি বছরের কোয়ার্টার থ্রি-তে বাস্তবায়িত করতে পারব। এটা নেটফ্লিক্সের জন্য খুব ফলপ্রসূ হবে ভারতে। এটি বাস্তবায়িত করার পর আমরা এই প্ল্যান থেকে পরের ধাপগুলো কী হতে পারে তা বুঝতে পারব।”
উল্লেখ্য, বর্তমানে ভারতে ৩টি মান্থলি প্ল্যানের অফার দিচ্ছে নেটফ্লিক্স। যা ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।