কলকাতার প্রবীণ সাংবাদিক অসীম কুমার মিত্র আজ ১২ জানুয়ারী ২০২০ সকাল সাড়ে নটায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক রূপে পরিচিত ছিলেন। বিগত ছয় মাস তিনি হৃদ্যন্ত্রের রোগে আক্রান্ত ছিলেন এবং কিছুদিন আগে বাড়িতে তাঁর মস্তিষ্কে আঘাত লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি শৈশবকাল থেকেই আরএসএসের একজন সমর্পিত স্বয়ংসেবক ছিলেন। তিনি ক্ষেত্র বৌদ্ধিক প্রমুখ সহ সঙ্ঘের বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাপ্তাহিক ‘অর্গানাইজার’-এর জন্য কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা ভিত্তিক প্রতিবেদন লিখেছেন। তিনি কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ শিলা স্মৃতিসৌধ তৈরিতে শ্রী একনাথ রানাডেকে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন।
ভারত মায়ের এই বৌদ্ধিক সুপুত্র ১৯৩৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ। অসীম মিত্র মহাশয় ১৯৬৩ সালে বহুভাষিক ‘হিন্দুস্তান সমাচার’ সংবাদ সংস্থায় সহ-সম্পাদক হিসাবে সাংবাদিকতার কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি সেখানে কাজ করেন। এরপর তিনি বাংলা দৈনিক ‘আজকাল’-এ যোগ দেন এবং ১৯৮১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। তিনি ‘আজকাল’-এ সহকারী সম্পাদক ছিলেন। সেই সাথে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতার ছাত্রদের শিক্ষা দান করতেন। তিনি কেন্দ্রীয় প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি (সিপিএসি) এবং ভারতের প্রেস কাউন্সিলের সদস্যও ছিলেন।
তিনি বাংলা ভাষায় চারটি বই লিখেছেন। ২০০১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য তিনি ‘নচিকেতা সম্মান’ পেয়েছিলেন। ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি তিন মাস কারাগারে ছিলেন।
তিনি জাতীয় সাংবাদিক ইউনিয়ন (ভারত) এর জাতীয় সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন এনইউজে(আই)-এর শক্তিশালী স্তম্ভ যিনি প্রথম দিন থেকেই সংগঠনটি তৈরিতে সহায়তা করেছিলেন। তিনি সাংবাদিকদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং জরুরি অবস্থার সময় শ্রীমতি ইন্দিরা গান্ধীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সম্পাদক হিসাবে তিনি সাংবাদিকতায় উচ্চ নৈতিক মূল্যবোধ ও নৈতিকতার পাশে দাঁড়িয়েছিলেন।
আসুন আজ সেই মহান ব্যক্তির আত্মার শান্তি কামনায় আমরা প্রার্থনা করি –
“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”
১৯৭২ সাল থেকে অসীম কুমার মিত্র মহাশয় মিডিয়া ট্রেড ইউনিয়ন আন্দোলনে অংশ গ্রহণ করেন, ওই সময় জাতীয়তাবাদী সাংবাদিকদের একটি সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস ইন্ডিয়া গঠিত হয়। তিনি এনইউজে (আই) এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ডাব্লুবিইউজে) এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বিভিন্ন মর্যাদাপূর্ণ সরকারী কমিটিতে অবস্থান করতেন।
https://www.organiser.org/Encyc/2020/1/12/Nationalist-Bengali-Journalist-Asim-Da-is-no-more.html