মহাষষ্ঠীর দিনেই ভার্চুয়াল দুর্গাপুজোর উদ্বোধন করে বাঙালি মানসকে ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার ৪৮ ঘন্টার মধ্যেই মহা অষ্টমী উপলক্ষে শনিবার সকালেই ফের অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বাংলায় টুইট করেছেন তিনি।
আগামী বছর রাজ্য বিধানসভার ভোটকে পাখির চোখ করে গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ঝাঁপিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মহালয়ার দিনে প্রথমবারের মতো বাঙালিকে উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি ইংরেজিতে টুইট করে শুভেচ্ছা জানালেও অমিত শাহ নিখাদ বাংলাতেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন।
এদিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানো হয়েছে নিখাদ বাংলায়। তিনি লিখেছেন, “সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।”
বাঙালির প্রিয় দুর্গাপুজো জনসংযোগ বাড়ানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। যদিও করোনার কারণে তা অনেকটা ধাক্কা খেয়েছে। সন্দেহ নেই, মোদীর এই শুভেচ্ছাবার্তা বিজেপি-র নেতা-কর্মীদের কিছুটা উজ্জীবিত করবে।
2020-10-24