‘মন কি বাত’ অনুষ্ঠানে জল আন্দোলনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। কল্যাণীতে করা হলো অনুষ্ঠানের লাইভ সম্প্রসারণ।

এক দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ‘মন কি বাত’ এর মাধ্যমে দেশের জনগনের সাথে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন মন কি বাত এক আয়নার মতো যা এই বার্তা দেয় যে, ভারতে শক্তি, ক্ষমতা ও প্রতিভার কোনো অভাব নেই। বিরতির সময়কালে অনেক লোক বলেছিলেন যে তারা মন কি বাত অনুষ্ঠানের অভাব অনুভব করছেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকে আমরা কেদারনাথ যাওয়া নিয়ে রাজনীতি করণ করেছিল এবং জিজ্ঞাসা করেছিল যে কেন আমি কেদারনাথ যাচ্ছি। আমি শেষ মন কি বাতে বলেছিলাম যে ৩-৪ মাস পরে আবার কথা হবে তখনও অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়েছিল।

দেশের জলসংকটকে মাথায় রেখে প্রধানমন্ত্রী জলের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী বলেন জল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করার জন্য জলশক্তি মন্ত্রণালয়ের নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন দেশ যেভাবে বিগত সময়ে সচ্ছতাকে কেন্দ্র করে এক জন আন্দোলন তুলেছিল আসুন সেইভাবে জলের জন্য এক জন আন্দোলন করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল আন্দোলন গড়ে তোলার জন্য মানুষকে অনুরোধ করেন যাতে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করা যায়। প্রধানমন্ত্রী বলেন, কাউকে স্বাগত জানানোর সময় ফুলের মালার পরিবর্তে বই দিয়ে স্বাগত জানান।

জানিয়ে দি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান এখন মানুষের মনকে জয় করে নিয়েছে। দেশের প্রত্যেক প্রান্তের মানুষ এই অনুষ্ঠানের সাথে নিজেকে জুড়ে রাখার প্রয়াস করে। গতকাল পশ্চিমবঙ্গের কল্যাণীতে এই অনুষ্ঠানের সম্প্রসারণ করা হয়েছিল। দুরদর্শনের সাংবাদিক সহ রাজ্য কনভেনর তনুজা চক্রবর্তী, জেলা সভাপতি ডাঃ মানবেন্দ্র রায় উপস্থিত ছিলেন। এলাকার যুবকদের উদ্যোগে নবপল্লীর নবাঙ্কুর মাঠে এই অনুষ্ঠান সম্প্রসারণের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় শদেড়েক মানুষের উপস্থিতিতে এই আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.