ভয়াবহ চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। বর্তমানে দেশের সিডিএস-এর আসন ফাঁকা। প্রশ্ন উঠেছে, আগামী দিনে কে হবেন চিফ অফ ডিফেন্স স্টাফ? ইতিমধ্যেই, উঠে এসেছে বেশ কিছু নাম। তবে প্রায় সকলের মুখেই সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে মনোজ মুকুন্দ নারাভনের নাম।
মনোজ মুকুন্দ নারাভনে বর্তমানে ভারতীয় সেনা প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। এদিকে কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী সাত দিনের মধ্যেই পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করতে চলেছে মোদী সরকার। ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিপিন রাওয়াত ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর। তাঁর এই পদে থাকার কথা ছিল ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু সেই সময় আসার আগেই চপার দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।
চিফ অফ ডিফেন্স স্টাফ-এর পদের জন্য কেউ ৬২ বছর বয়স পর্যন্ত অথবা তিন বছর থাকতে পারেন, বলে জানা গিয়েছে। সেই কারণে উঠে আসছে মনোজ মুকুল নারাভনের নাম। তবে এখন পদের দিক থেকে বিচার করলে, সেক্ষেত্রে সিডিএস-এর জন্য বেছে নেওয়া হতে পারে লেফটেন্যান্ট জেনারেল চণ্ডী প্রসাদ মোহান্তি, নর্থার্ন আর্মি কমান্ডার যোগেশ কুমার যোশী অথবা ভাইস চিফ অফ আর্মিকে।