কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জরুরী তলব পেয়ে সোমবার রাতেই দিল্লি উড়ে যান শুভেন্দু। মঙ্গলবার সকালে শাহের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইট করা হয়েছে সেই বৈঠকের ছবি। সেখানে দুজনকেই হালকা মেজাজে কথা বলতে দেখা গেছে। বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর শুভেন্দু-শাহ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে একটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলার মানুষের জন্য আশীর্বাদ চেয়েছি’।
সূত্রের খবর, আগামীদিনে বাংলায় বিজেপি কোন পথে এগোবে, তা নিয়ে শাহের সঙ্গে আলোচনা হয় শুভেন্দুর। সেই সঙ্গে দলের সাংগঠনিক বিষয় নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে। বাংলায় নির্বাচন-পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে বিজেপির ১৮ জন সাংসদ দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে বাংলার নির্বাচন-পরবর্তী হিংসা নিয়ে স্মারকলিপি দিতে পারেন।