গরবা নাচের অনুষ্ঠানে অহিন্দুরা ঢুকতে পারবে না। এমনই নির্দেশিকা জারি হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিচয়পত্র দেখে তারপর এই ধরনের অনুষ্ঠান চত্বরে ঢুকতে দেওয়া হবে।
সোমবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। ঐতিহ্যবাহী গরবা নাচের আসরও বসেছে। উজ্জয়িনী জেলায় তেমনই একটি অনুষ্ঠানের বাইরে পোস্টার দিয়ে উল্লেখ করা হয়েছে, গরবা অনুষ্ঠানের চত্বরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক সংস্থা সংস্কৃতি সমিতির পক্ষ থেকে পরিচয়পত্র দেখা হচ্ছে।
ওই সংস্থার সভাপতি বাহাদুর সিং রাঠোরের দাবি, গণ্ডগোল পাকানোর জন্য অহিন্দুরা গরবা নাচের জায়গায় চলে আসেন। একটা নিরাপদ পরিবেশ তৈরির জন্য় আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে সমর্পণ ওয়েলফেয়ার সোসাইটি জানিয়েছে তাঁদের অনুষ্ঠানস্থলে ড্রেস কোড দেখা হচ্ছে। পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে। আয়োজক স্বদেশ সাইনি জানিয়েছেন, ভারতীয় পোশাক পরেই আসতে হবে। ধর্মীয় লোকজনই কেবলমাত্র প্রবেশ করতে পারবেন।