বহিষ্কৃত বিজেপি নেতা টি রাজা সিংকে জামিন দিল তেলেঙ্গানা হাই কোর্ট। মুসলিমদের নবী মহম্মদকে নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপরই রাজাকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে ৯ নভেম্বর তাঁকে জামিন দিল আদালত। তবে জামিনের আবেদন মঞ্জুর করার পাশাপাশি কিছু শর্তও জুড়ে দিয়েছে হাইকোর্ট। কোনওরকম উত্তেজক কিংবা উষ্কানীমূলক মন্তব্য করা এবং কোনও ধর্মের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না, এমনটাই বলা হয়েছে হাইকোর্টের তরফে।
এক ভিডিও ঘিরে বিতর্কের কারণে গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয় ঘোষামহল কেন্দ্রের বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে। অভিযোগ, এক ভিডিওতে ইসলাম ধর্মালম্বীদের কাছে শ্রদ্ধেয় নবী মহম্মদকে নিয়ে কটু মন্তব্য করেছেন রাজা সিং। যদিও রাজা সিং দাবি করেছিলেন যে তিনি ভিডিওতে কারওর নাম নেননি। কিন্তু ইসলামিক মৌলবাদী গোষ্ঠী তা মানতে নারাজ।
ফলে ইসলামিক মৌলবাদীদের লাগাতার উস্কানির কারণে তেলেঙ্গানার একাধিক প্রান্তে যথেষ্ট উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক স্থানে হিংস্র বিক্ষোভও অনুষ্ঠিত হয়। তারপরই পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য টি রাজা সিং-কে গ্রেফতার করে। সেই থেকেই জেলে ছিলেন তিনি।
পরে জামিনের আবেদন করে তেলেঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হন রাজা। বুধবার, ৯ নভেম্বর আবেদনের শুনানি শেষে টি রাজা সিং-এর জামিন মঞ্জুর করেন বিচারপতি। এদিকে জামিনে মুক্তি পেয়েই নিজের টুইটার প্রোফাইলে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‛ধর্মের বিজয় হয়েছে। একবার ফের আপনাদের সেবায় উপস্থিত হলাম।’