মুসলিম রাজা এবং রাজবংশগুলো ভারতীয় ইতিহাসের অংশ নয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কেন্দ্র সরকার। তাদের যুক্তি, এদের ভারতীয় রাজবংশ বলা যায় না। কারণ এরা মধ্যপ্রাচ্য থেকে এসেছিল। মধ্যযুগের ইতিহাস নিয়ে প্রদর্শনী থেকেও মুসলিম রাজবংশগুলোকে বাদ দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ মধ্যযুগের রাজবংশগুলিকে নিয়ে তথ্য ভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করে। সেখানেই বাদ গিয়েছে মুসলিম রাজবংশগুলি। প্রদর্শনীটি চলছে দিল্লির ললিতকলা অ্যাকাডেমিতে। সেখানে মধ্যযুগের ৫০টি রাজবংশের শাসনকালের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
সেখানেই ঠাঁই হয়নি বাহমনি, আদিল শাহির মতো রাজবংশগুলির। এই বিষয়ে আইসিএইচআরের সম্পাদক অধ্যাপক উমেশ অশোক কদমের সাফ জানান, মুসলিম রাজবংশগুলিকে ভারতীয় রাজবংশ বলে মনে করি না। তাঁর কথায়, ‘এরা মধ্যপ্রাচ্য থেকে এসেছিল। এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির সরাসরি সম্পর্কে নেই’। আরও অভিযোগ করেন, ‘মধ্যযুগে ইসলাম ও খ্রিস্টান রাজবংশগুলি এদেশে ঢুকে ভারতীয় সভ্যতাকে ধ্বংস করেছে’।
শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরও মন্তব্য, ইতিহাসকে ‘পরিচ্ছন্ন’ করে তুলতে হবে আমাদের। উল্লেখ্য, ললিতকলা অ্যাকাডেমির প্রদর্শনীটি আগামী ৬ ফেব্রুয়ারি অবধি চলবে।