আজমের থেকে ফেরার মুম্বই সিরিয়াল ব্লাস্টে অভিযুক্ত জলিস আনসারি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

রাজস্থানের আজমেরের জেলে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণসহ দেশের একাধিক বিস্ফোরণে অভিযুক্ত জালিস আনসারি ভোগ করছিল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। সেখান থেকে প্যারোলে কিছুদিনদের জন্য মুক্তি পায় সে। তবে প্যারোলে থাকলেও প্রতিদিন সকাল ১০:৩০ থেকে ১২ টার মধ্যে স্থানিয় আগড়িপাড়া থানায় দিতে হত হাজিরা। বৃহস্পতিবার সেই হাজিরায় অনুপস্থিত থাকে ডঃ বম্ব নামে পরিচিত এই কুখ্যাত সন্ত্রাসবাদী ।

তারপর থেকেই সে ফেরার হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জালিসের খোঁজে চিরুনি তল্লাসী শুরু করেছে রাজস্থান পুলিশ। সতর্কে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চসহ মহারাষ্ট্র এটিসও। অন্যদিকে রাজস্থান পুলিশ সমস্ত বাসস্ট্যাণ্ড, স্টেশন এবং এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ২০০৮য়ে আজমের বোমা হামলাতেও অভিযুক্ত জালিস ফেরার হওয়ায় কপালে চিন্তার ভাঁজ দেশের সমস্ত সুরক্ষা এজেন্সিগুলোর। ১৯৯৩ সালের ১২ই মার্চে ঘটে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ। প্রায় ২৫০ জন মানুষ নিহত হন এতে। যার মূল অভিযুক্ত ছিল দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি ।

সেই হামলার অন্যতম অভিযুক্ত ছিল জালিস আনসারি। যাবজ্জীবনের সাজা ভোগ করছিল সে। তার ফেরার হওয়ার খবর শুনেই তার ছেলে পুলিশে অভিযোগ দায়ের করেছে আজমেরের আগাড়িপাড়া থানায়। সে থানার পুলিশ শুক্রবার অবধি দেখবে বলে আপাতত জানিয়েছে। তার মধ্যে জালিস হাজিরা না দিলে তার বিরুদ্ধে প্যারোলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.