এবার চোখের পলক ফেলতে না ফেলতেই পৌঁছে যাওয়া যাবে মুম্বই থেকে পুনে। যার জন্য সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। ভারতবাসীর কাছে যা এক স্বপ্নের মত। হাইপার লুপ প্রকল্পের মাধ্যমেই বাস্তবায়িত হতে চলেছে এই অসম্ভব।
পুনে-মুম্বই হাইপার লুপ প্রোজেক্টের জন্য ভার্জিন হাইপার লুপ ওয়ান-ডি পি ওয়ার্ল্ড কনসোর্টিয়ামকে ওরিজিনাল প্রোজেক্ট প্রপোনেনট হিসেবে গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। আর্থ-সামাজিক সুবিধাও হবে এই প্রকল্পে। ৩৬ বিলিয়ন ডলারের কর্মসংস্থান হবে এই প্রকল্প থেকে।
ভার্জিন হাইপার লুপ ওয়ান সূত্রে জানা গিয়েছে, এটি পৃথিবীতে হাইপার লুপ প্রযুক্তির ক্ষেত্রে রাজ্যে একেবারে প্রথম সারির। জনগণের হিতার্থে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। গ্লোবাল ট্রেড লিডার, ডি পি ওয়ার্ল্ড (ডি পি ডবলু), মেজর পোর্টস এবং ভারতের লজিসটিকস অপারেটর এই প্রকল্পে ৫০০ মিলিয়ন পরিমাণ অর্থ লগ্নি করবে প্রকল্পের প্রথম ধাপে।
বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক বিবৃতিতে বলেছেন,”মহারাষ্ট্রেই প্রথম চালু হতে চলেছে এই হাইপারলুপ ট্রান্সপোরশন সিস্টেম। দেশের মানুষের জন্য এ এক গর্বের মুহূর্ত।”
মধ্য পুনে থেকে মুম্বই পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে। রাস্তায় বর্তমানে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে এই যাত্রাপথ অতিক্রম করতে। ভার্জিন হাইপার লুপ ওয়ানয়ের তরফ থেকে বলা হয়, “এই প্রকল্পেই মিলবে শত থেকে সহস্র চাকরির দিশা। আর্থ-সামাজিক ক্ষেত্রে ৩৬ বিলিয়ন ডলারের অর্থ বিনিয়োগ হচ্ছে। সারা পৃথিবীতে মহারাষ্ট্রের জন্য নতুন দিশা খুলে দেবে।”