ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সেখানে নিরাপতারক্ষীদের ওপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ। একই সঙ্গে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতেও হামলার ছক কষছে তারা।
কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন, ‘পুলওয়ামার মতো ঘটনা’ ফের ঘটতে পারে। তার পরেই জৈশের ছক নিয়ে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা।
ইমরানের মন্তব্যকে উস্কানিমূলক বলেই মনে করছে ভারত। দিল্লির মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, তাঁরা জঙ্গি গোষ্ঠীগুলিকে সাহায্য করবেন। ইমরান যখন পাকিস্তানের সংসদে ওই বিবৃতি দিচ্ছিলেন, তখনই জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই রউফ আজঘার এসেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। তার আগে রাওয়ালপিন্ডিতে তিনি সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
আজঘার এখন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি কোথাও রয়েছেন। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবে এক বড় সংখ্যক জৈশ জঙ্গি সীমান্তের কাছে ক্যাম্প করে রয়েছে। ভারতের গোয়েন্দারা আশঙ্কা করছেন, তারা মুম্বইতে কোনও আর্থিক প্রতিষ্ঠানের ওপরে হামলা চালাতে পারে।
গোয়েন্দারা জানতে পেরেছেন, জৈশের তিন জঙ্গিকে মুম্বইয়ে আর্থিক প্রতিষ্ঠানের ওপরে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মুম্বইয়ে স্থানীয় একটি স্লিপার সেলকেও নতুন করে চাঙ্গা করা হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জম্মু-কাশ্মীরে চলে যান। সেখানে সেনাবাহিনী ও আধা সেনার কাছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খবর নেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে কী পরিস্থিতি রয়েছে খতিয়ে দেখেন।