হিমাচল প্রদেশের সোলন জেলার কুমহারহট্টি-নাহন মার্গে একটি বহুতল বিল্ডিন ধসে যায়। বিল্ডিং এর নীচে সেনার ৩৫ জন জওয়ান ছিলেন, যাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেতেই প্রশাসন আর বাঁচাও কর্মীরা ঘটনাস্থলে রওনা দেয়।
সাতজন আহতকে স্থানীয় ধর্মপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পরবানু আর সোলন থেকে সাতটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই সম্বন্ধে আধিকারিক তথ্য যোগাড় করা হচ্ছে। শোনা যাচ্ছে যে, ওই বিল্ডিং এ একটি ধাবা ছিল, যেখানে প্রায় ৩৫ জন সেনা জওয়ান খাবার খাচ্ছিল।
প্রধান সচিব বি.কে আগরওয়াল জানান, পঞ্চকুলা থেকে এনডিআরএফ এর দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ আর সেনা উদ্ধার কাজে লেগে আছে। দশ জনকে বাঁচানো হয়েছে। সাহাজ্যের জন্য স্ট্যান্ড বাই মোডে হেলিকপ্টার রাখা হয়েছে।