মুসলিমদের নবী হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে তরোয়াল, কাটারি নিয়ে নাচানাচি করলেন একদল মুসলিম যুবক। উঠল ‘সর তন সে জুদা’ স্লোগানও। বেঙ্গালুরু এবং গুজরাতের দুটি পৃথক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ১৩ জন নাবালক সহ মোট ১৮ মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার ছিল ইদ-এ-মিলাদুন্নবী। বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় তা উদযাপন করা হচ্ছিল। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যাতে দেখা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন যুবক একটি বাড়ির সামনে নাচানাচি করছে। তাদের প্রত্যেকেরই হাতে রয়েছে কাটারি এবং তলোয়ারের মতো ধারালো অস্ত্র। সেই ভিডিও চোখে পড়া মাত্রই সিদ্দাপুরা এলাকার পুলিশ মোট ১৮ জনকে আটক করে।
গুজরাতেও একই ঘটনা ঘটেছে। সেখানে হাতে অস্ত্র নিয়ে করা মিছিল থেকে ‘গুস্তাখি রসুল কি একই সাজা, সর তন সে জুদা, সর তন সে জুদা’ স্লোগান দেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে অবৈধ জমায়েত, শান্তিভঙ্গ করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ১৩ জন নাবালককে জুভেনাইল কাস্টডিতে পাঠানো হয়েছে। বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে রাখা রয়েছে। তাদের শিগগিরই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।