বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবার ‘মোগল প্রীতিতে’ সরব হলেন। এই নিয়ে টুইটারে বিতর্কের সৃষ্টি হয়েছে। শাহ কোনো রাখ ঢাক না রেখে বলেই ফেলেন মোগলরা ছিল শরণার্থী। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পরা ভিডিও ক্লিপে তাঁকে দেখা যাচ্ছে করণ থাপরের সাথে এক ইন্টারভিউতে মোগলদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে।
নাসীরুদ্দিনকে বলতে শোনা যায়, “মোগলদের করা অত্যাচার নিয়ে বড্ড বেশি করে বলা বলি হচ্ছে। আমরা ভুলে গেছি যে মোগলরা ভারতীয় সমাজের প্রতি অবদান রেখে গেছেন। তাঁরা অনেক স্মৃতি সৌধ তৈরী করেছেন। তাঁরা নাচ, গান, শিল্প ও কৃষ্টিকে সমৃদ্ধ করেছেন। মোগলরা এই দেশকে নিজেদের ভূমি ভেবেছেন। আপনি চাইলে তাঁদেরকে শরণার্থী বলতে পারেন।”
এর আগেও শাহ ভারতে ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচিত হন।
এর আগে, হরিদ্বারে ধর্ম সংসদের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন ভারতে ২০ কোটি মুসলমান যুদ্ধ করবে।
“আমরা এখানে জন্মেছি এবং এখানে থাকবো,” শাহ বলেন। বেশ হুমকির সুরে তিনি বলেন এই পরিস্থিতিতে দেশে গৃহ যুদ্ধ লেগে যেতে পারে।