একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কলকাতা পুরুসভা নির্বাচন, আপাতত একই ট্রেন্ড বজায় রেখেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজনৈতিক দল থেকে ইতিমধ্যে বহুজন সেই রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে। তবে, এবার দেখা গেল ‘উল্টো রথ’-এর যাত্রা।এই প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, “নদিয়া শ্রী চৈতন্যদেবের মাটি। এই মাটি থেকেই, নদিয়া দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস সরকারের উল্টো হাঁটা শুরু হয়েছে। সারা রাজ্যে যখন দল ভেঙে কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, তখন অন্যদিকে বিজেপিতেও যোগদান করছেন। এটা বাংলার রাজনীতিতে উল্টোরথ যাত্রার শুরু”।
উল্লেখ্য, এদিকে, ২০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। এই উপলক্ষেই রানাঘাটে মূলত একটি সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, নদিয়ার দক্ষিণ জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা।