দিল্লিতে (Delhi) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপের মধ্যেই খানিকটা স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কেজরিওয়াল সোমবার জানিয়ে দিলেন, দিল্লিতে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমনকি দিল্লি মডেল নিয়ে ভারত ও বিদেশে আলোচনা চলছে। সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হচ্ছে। দিল্লি মডেল নিয়ে ভারত ও বিদেশে আলোচনা চলছে। সোমবারই দিল্লিতে সুস্থতার হার ৮৮ শতাংশ, মাত্র ৯ শতাংশ মানুষ অসুস্থ এবং ২-৩ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমছে।’
কেজরিওয়াল এদিন আরও জানিয়েছেন, দিল্লিতে দ্বিতীয় লকফাউন লাগু করার কোনও প্রয়োজন নেই। এটা অত্যন্ত সন্তোষের ব্যাপার। দিল্লিতে কর্মসংস্থান যাতে বাড়ে সেজন্য একটি পোর্টালও চালু করা হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, jobs.delhi.gov.in পোর্টাল চালু করছে দিল্লি সরকার। যাঁরা চাকরি দেওয়ার জন্য খোঁজ চালাচ্ছেন, তাঁরা ওয়েবসাইটে গিয়ে প্রয়োজন মতো সমস্ত কিছু আপলোড করতে পারেন। চাকরি প্রার্থীরাও ওয়েবসাইটে যেতে পারেন, নিজস্ব যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন। এটি একটি রোজগার বাজার হয়ে উঠবে।