কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়। সুস্থতার সংখ্যা বাড়লেও, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। বাড়তে বাড়তে ভারতে ৫৬ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৬,৪৬,০১১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১,০৮৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩,৩৪৭ জন।
বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯০,০২০ জন এবং মোট সংক্রমিত ৫৬,৪৬,০১১ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৫,৮৭,৬১৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৩৭৭। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬০ শতাংশ করোনা-রোগীর, সুস্থ হয়েছেন ৮০.৮৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৭.৫৪ শতাংশ মানুষ।
2020-09-23